Ads

About Me

MR MODHU Invisible Poetry


আমি- মওদুদ আহমেদ মধু।
@মিঃ মধু (অদৃশ্য কাব্য) আমার সাহিত্য সাইট।
ইউটিউব/ফেইসবুক/টুইটার/ইন্সটাগ্রাম সহ 
অন্যান্য সকল সোস্যাল সাইট এই নামে।

এটা একটা ভিন্নধর্মী জীবনবোধের সাইট।
জীবনের বলা-না বলা গল্প, জীবনের গভীর গল্প,
হৃদয় গহীনে জমে থাকা অব্যক্ত গল্পের সাইট।

আমি-আপনি-আমাদের আভ্যন্তরীণ জীবনে বয়ে বেড়ানো
গুমোট গল্পের প্রকাশ ঘটবে এই সাইটে।
চারপাশের মানুষের অভ্যন্তরে নিরবে নিভৃতে, 
বয়ে চলা দহনের গল্প নিয়েই আমার এই ব্লগ সাইট।

স্বরচিত ছোট গল্প, ছোট প্রবন্ধ, গদ্য কবিতা। 
এবং সংগ্রহীত বিভিন্ন জীবন ধর্মী লেখা'কে ভিন্ন আঙ্গিকে প্রকাশ করা ।
ও সর্বজন স্বীকৃত বিভিন্ন গল্পকে ভিডিও আকারে তুলে ধরা হয় আমার ইউটিউব চ্যানেলে। আর টেক্সট আকারে প্রকাশ করা হয় এই সাইটে।।

কাছ থেকে দেখা মানবিকতা, অমানবিকতা, হাসি-কান্না, নিষ্ঠুরতা-নৃশংসতা সহ--
ভিন্ন রকম বোধের ভিন্নধর্মী যেকোনো ঘটনাবলীকে, 
গল্পের ছলে, মানবিক দৃষ্টি ভঙ্গি দিয়ে,, তুলে ধরা হয়।

মানুষ দিন শেষে, সমস্ত অভিনয়-ভণিতার শেষে, 
নিজের ছোয়া চায়, নিজের দেখা পেতে চায়।
আমার নিজের সহ, মানুষের সেই একান্ত গভীর ভাবনা অনুভূতিগুলো
তুলে ধরার প্রয়াস নিয়েই আমার এই পথ চলা।



মওদুদ আহমেদ মধু
@মিঃ মধু (অদৃশ্য কাব্য)
www.mrmodhu.com

 
MR MODHU Invisible Poetry

আভ্যন্তরীণ পরিচিতিঃ----


এই হলাম আমি!!

কেমন সেই আমি?? আমি নিজেও অবশ্য খূব একটা জানি না।
 প্রায়ই নিজেকে প্রশ্ন করি---
উত্তর যা পাই, তাতে নিজে সন্তুস্ট থাকি। কিন্তু জগত সন্তুস্ট থাকে না!
আমি অনুভূতিহীন, ভাবলেশহীন, উদ্দেশ্যহীন। গন্তব্য কোথায় আমার জানা নাই!


বেশীরভাগ মানুষের সাথে আমার কিছু পার্থক্য আছে! 

জগতের বেশীরভাগ মানুষ যেখানে সমস্ত বিষন্ন্যতাকে চাপা দিয়ে জীবনের প্রাত্যহিক আনন্দে মেতে থাকে। তুচ্ছ সব বিষয় নিয়ে অপার আনন্দ উপভোগ করে। আমি সেখানে খুবই কৃপণ! 
কিছুতেই তুচ্ছতাকে তাচ্ছিল্য করে উড়িয়ে দিতে পারি না।

অতি নগন্য সুক্ষ্ম সব বিষয়গুলিকে মাথা থেকে কিছুতেই তারাতে পারি না। মাথার মধ্যে গেথেঁ থাকে।
সকলে যা সহজ ভাবে গ্রহন করে, আমি কেনো যেনো মোটেই তা সহজ ভাবে নিতে পারি না। 
সহজের ভিতর থেকেই আমি বের করি বিশাল জটিলতা।

যেমন ধরা যাক;--

চারিদিক ভাসিয়ে যখন ঝুম বৃস্টি নামে, আমি তখন সমস্ত কোলাহল ছেড়ে কোন এক কোনে নিঃশ্বব্দে বসে, অতি সাধারণ! বৃস্টির মধ্যে অসাধারণ কিছু খুজে দেখি। 
আমার হৃদয়ের কোনো একটা অংশ নিস্তব্ধ হয়ে থাকে। খালি হয়ে থাকে। 
আমি সেটা টের পাই, খুব পরিস্কারভাবে টের পাই। কিন্তু অবলিলায় এড়িয়ে যাই। 
কাউকে বুঝতে দেই না, আমার হিয়ার মাঝে কি ব্যাথা বাজে? 
আমি বিষন্নতাগুলি কাউকে দেখতে দিতে চাই না।

আধার ঘনিয়ে নামা বুক হু হু করা সন্ধ্যায় কোন নির্জনে আমি একা দাড়িয়ে থাকি। 
নিরবে নিভৃতে ভিতরে বাসা বেঁধে যায় আমার অতি পরিচিত বেদনা মাখানো সুখেরা।
দিগন্ত বিস্তৃত সবুজ ঘাসের চাদর বিছানো কোন মাঠে নিজেকে বিলিয়ে দেই। 
গভীর রাতের ভরা জোছনায় আমি চঞ্চল হয়ে উঠি, এলোমেলো দ্বিকবিধিক হাটি। 
নির্জন ছায়াবিথীর কোন বন, কুল কুল রবে বয়ে যাওয়া নদী, ছায়া ঘেরা ঘাট বাধাঁনো কোন দিঘী- 
আমাকে উতলা করে দেয়। আমি এক ধরনের উন্মাদ হয়ে যাই আনন্দে। 
এইসব কর্মকান্ডের মধ্যে অতি প্রাকৃত এক ধরনের বোধের জন্ম হয়। যে বোধের অর্থ বেশীরভাগ মানুষই বুঝতে পারে না। আমিও সেই বোধের অর্থ অন্য কাউকে বোঝাতে পারি না। 
ফলে সাধারণ ভাবেই সবার সাথে আমার একটা অদৃশ্য দুরত্ব তৈরী হয়।
আমার ভিতরে কান্নার শব্দ শুনতে পাই, স্পস্ট শুনতে পাই। কে কাদেঁ ?
আমি কর্নপাত করি না। এখন এসব খেয়াল করার সময় আমার নেই।

আমি অপেক্ষা করি--

কোন এক গভীর রাতে অদ্ভূত জোছনার ধবধবে সাদা আলোর রহস্যময় সময়ে কেউ একজন! 
কোন এক অজানা থেকে আসবে। কানের কাছে ফিসফিসিয়ে বলবে;
""এই শোণো, তোমার সঞ্চিত সমস্ত কান্না আমি নিতে এসেছি। 
তোমার লুকিয়ে রাখা সমস্ত বিষন্নতাগুলি আমাকে দিয়ে দাও। 
অনেককাল তুমি এসব বয়ে বেরিয়েছো, তোমাকে আমি  আর কোন চাপা  ব্যাথার ভার বহন করতে দেবো না""!!!!!

আমার কেনো যেনো মনে হয়, সেই সময় আমার আসবে। 
সত্যিই কি আসবে ??????????



মওদুদ আহমেদ মধু
@মিঃ মধু (অদৃশ্য কাব্য)



Powered by Blogger.